• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দীর্ঘ পাঁচ বছর পর ইমরুলের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ অক্টোবর ২০১৯, ১৬:৩৫
দীর্ঘ পাঁচ বছর পর ইমরুলের দ্বিশতক
২১২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইমরুল কায়েস

দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর চলতি বছরে সবশেষে খেলেছেন ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি ছেলের অসুস্থতার কারণে।

বলা যায় দীর্ঘ বিরতি দিয়ে ফিরেছেন মাঠে। তাতেই কী না ঝলক দেখালেন ব্যাট হাতে। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ২০১৯-২০ মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই দেখা পেলেন দ্বিশতকের।

গতকাল শনিবার রংপুরের বিপক্ষে ২৯ রানে দিন শেষ করা ইমরুল কায়েস আজ তুলে নেন শতক। শতরানের ইনিংস খেলেই ক্ষান্ত হননি বরং সেটাকে টেনে নিয়েছেন দ্বিশতকের ঘরে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: চার অর্ধ-শতকে বড় সংগ্রহ ঢাকা মেট্রোর
---------------------------------------------------------------

খুলনা নিজেদের মাঠে রান উৎসবে মেতেছিল রংপুরের বোলারদের বিপক্ষে। প্রথম ইনিংসে রংপুরের দেয়া ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে খুলনার দুই ওপেনার রবিউল ইসলাম রবি (৭৬) ও ইমরানউজ্জামান (৭১) জুটি গড়েন ১৩৬ রানের।

ইমরুল কায়েসকে এই ম্যাচে ওপেনারের ভূমিকায় না দেখা গেলেও তিন নম্বরে ব্যাট করে ঠিকই পেয়েছেন সাফল্য। ৩১৯ বলে ১৯টি বাউন্ডারি ৬টি ওভার বাউন্ডারিতে করেন ২০২ রান করে মাঠ ছাড়েন অপরাজিত থেকে।

দীর্ঘ পাঁচ বছর পর ইমরুল কায়েস দেখা পেলেন দ্বিশতকের। গত ২০১৪ সালে শেরে বাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনালে দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে খেলেন ২০৪ রানের ইনিংস।

আজ ইমরুলের দ্বিশতকের কল্যাণে ৯ উইকেটে ৪৫৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে খুলনা।

নিজেদের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ৯ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ৩৩ রান তুলে রংপুর। ম্যাচ অবশ্য ড্রতেই নিষ্পত্তি হয়েছে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh