• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ শেষ করল যুবারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ অক্টোবর ২০১৯, ১৪:১২
নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ শেষ করল যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা নিঃসন্দেহে রসদ জোগাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। কেন না নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ জাতীয় দলও কখনও সিরিজ জিততে পারেনি। সেখানে অনূর্ধ্ব-১৯ দলের সাফল্য প্রেরণা জোগাতে পারে জাতীয় দলকেও।

যুবাদের নিউজিল্যান্ড সফরে ছিল ৫টি একদিনের ম্যাচ। সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নেয় টাইগার যুবারা। যদিও চতুর্থ ম্যাচে হেরে যায় কিউইদের কাছে। ওই ম্যাচে নিউজিল্যান্ড ৪ উইকেটে জয় পায়। চতুর্থ ম্যাচে হারলেও পঞ্চম ম্যাচে এসে ঠিকই জয় তুলে নেয় বাংলাদেশ।
সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে লিংকনের বার্ট শাটক্লিফ ওভালে ট জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ব্যাটিংয়ে নেমে দুই উদ্বোধনীর জুটি থেকে আসে ১২০ রান। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় টাইগার যুবারা।

ওপেনার পারভেজ হোসেন ইমন মাত্র দুই রানের জন্য মিস করেন অর্ধশতক। ৪৮ করে সাজঘরে ফেরেন ক্লার্কের বলে ক্যাচ দিয়ে।
শুধু ইমনই নন, আরও দুই ব্যাটসম্যান সমান দুই রানের জন্য মিস করেন অর্ধশতক। শাহাদাত হোসেন ৪৮ ও নয় নম্বরে ব্যাট করতে নেমে অভিষেক দাস করেন ৪৮ রান।

এই তিনজন অর্ধশতক মিস করলেও ওপেনার তানজিদ হাসান ঠিকই তুলে নেন অর্ধশতক। ৫৯ বল ৭১ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩১৬ রান।

বাংলাদেশের দেয়া ৩১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। পেসার শরিফুল ইসলামের বলে শূন্য রানে ক্যাচ দ্যে ফেরেন কিউই ওপেনার ওলি হোয়াইট।

ইনিংসের শুরুর বল থেকে শুরু হওয়া শরিফুলের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে কিউই যুবারা। শরিফুল শেষ পর্যন্ত ৫ উইকেট নেন ৮ ওভার ৪ বলে ৪৩ রান দিয়ে।

নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ফারগুস ল্যালমেন। এছাড়া ৪৭ রান করেন জক ম্যাকেঞ্জি, জেসি টাসকফ করেন ৩৯ রান।

বাংলাদেশি বোলারদের তোপে ৫০ ওভারও শেষ করতে পারেনি কিউইরা। ৪৩ ওভার ৪ বলে অল-আউট হয়ে যায় ২৪৩ রান তুলতেই। ৭৩ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শরিফুলের ৫ উইকেটের সঙ্গে ২ উইকেট নেন রাকিবুল হাসান ও ১টি করে উইকেট নেন তানজিম হাসান, অভিষেক দাস ও শামিম হোসেন।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh