• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিপিএলে শিরোপা জিতলো সাকিবের বার্বাডোজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ অক্টোবর ২০১৯, ০৮:৪৮

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে শিরোপা জিতলো সাকিব আল হাসানদের বার্বাডোজ ট্রাইডেন্টস। এর আগে ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল বার্বাডোজ।

এদিকে টানা ১১ জয়ের পর হারের মুখ দেখলো আমাজন ওয়ারিয়র্স। আর এই একটি হারেই হাতছাড়া হলো শিরোপা।

আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বার্বাডোজ। বিপরীতে গায়ানার ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে। বার্বাডোজ পায় ২৭ রানের জয়।

এদিকে দল জিতলেও এই ম্যাচে সুবিধা করতে পারেনি সাকিব। আগের দুই ম্যাচেও ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আজও ছিলেন নিজের ছায়া হয়ে। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে আউট হয়েছেন ১৫ বলে ১৫ রান করে। ২ ওভার বল করে দিয়েছেন ১৮ রান।

এদিন উজ্জ্বল ছিলেন জোনাথন কার্টার এবং রেয়মন রেইফার। কার্টারের ২৭ বলে ৫০ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় বার্বাডোজ। পরে বল হাতে মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করে গায়ানাকে থামিয়ে রাখেন রেইফার।

ফাইনালে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জোনাথন কার্টার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh