• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চার অর্ধ-শতকে বড় সংগ্রহ ঢাকা মেট্রোর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৯, ১৭:৫৬
চার অর্ধ-শতকে বড় সংগ্রহ ঢাকা মেট্রোর
ছবি- বিসিবি

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টায়ার-টু’র ম্যাচে লড়ছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ। এই ম্যাচ নিয়ে সবার বাড়তি মনোযোগ দীর্ঘ বিরতি থেকে ফেরা তামিম ইকবালকে ঘিরে। কিন্তু তামিম ইকবালের ব্যাটে রান না এলেও ঢাকা মেট্রোর ব্যাটাররা রান তুলছেন ঠিকই।

এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ১২২ ওভার ৫ বল ব্যাটিং করে ২৯০ রান তুলে তারা। তামিম ইকবাল ৩০ রানে সাজঘরে ফিরলেও পাঁচ নম্বরে ব্যাট করতে আসা তাসামুল হক ১০ রানের জন্য মিস করেন এই মৌসুমের প্রথম শতক।

যদিও চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন স্পিনার আরাফাত সানি। তিনি ৩৯ ওভার ৫ বলে ৮৭ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট।

এদিকে ঢাকা মেট্রো নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনার সাদমান ইসলাম (৬) ও রাকিন আহমেদকে (৮) ২২ রানে হারিয়ে হোঁচট খেলেও তৃতীয় দিন শেষে চট্টগ্রামের ২৯০ রান ছাপিয়ে ৭ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করেছে।

ঢাকা মেট্রোর হয়ে অর্ধশত রানের ইনিংস খেলেছেন শামসুর রহমান শুভ, মাহমুদুল্লাহ রিয়াদ, যাবিদ হোসেন ও শাহিদুল ইসলাম।

শুভর ১১৩ বলে ৫৫ রান, রিয়াদের ব্যাটে ১৩৪ বলে ৬৩ রান করলেও অপরাজিত আছেন ৮১ রানে যাবিদ হাসান ও ৮২ রানে শাহিদুল ইসলাম।

ঢাকা মেট্রোর ব্যাটাররা রান তুললেও চমক দেখিয়েছেন চট্টগ্রামের লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। ৩০ ওভার বোলিং করে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন নোমান চৌধুরী, রনি চৌধুরী ও মাসুম খান।

এই ম্যাচের বাকি আছে একদিন। তার মানে নিশ্চিত ড্রয়ের পথেই এগুচ্ছে ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম বিভাগের ম্যাচটি।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh