• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেতের অপেক্ষা বিসিবির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৯, ১৭:০১
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেতের অপেক্ষা বিসিবির
আকরাম খান

ভবিষ্যৎ সফর সূচী (এফটিপি) অনুযায়ী আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। এই সফরে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। এখন পর্যন্ত সবই ঠিক আছে তবে ভাবনায় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা।

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘ নয় বছর ধরে আন্তর্জাতিক সিরিজ নিয়ে চলা খরায় সেই শ্রীলঙ্কাই জল ঢেলেছে বলা যায়।

গত নয় বছরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অনেক ভাবে চেষ্টা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে অবশ্য একেবারে ব্যর্থও হয়নি পিসিব। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আর বিশ্ব-একাদশের বিপক্ষে ম্যাচ খেলেছিল পাকিস্তান জাতীয় দল।

কিন্ত এত কিছুর পরও শঙ্কা থেকেই যায় নিরাপত্তা নিয়ে। সেটাই ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যদিও এর আগে নারী ক্রিকেট দল সিরিজ খেলেছিল পাকিস্তানে গিয়ে। সামনে জাতীয় দলের পাশাপাশি নারী দলেরও সিরিজ রয়েছে পাকিস্তানে।

আজ শনিবার বিসিবিতে বাংলাদেশ দলের ভবিষ্যৎ সফর নিয়ে কথা বলে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তার মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকিয়ে আছে সরকারী সংস্থার নিরাপত্তা রিপোর্টের উপর।

‘আমাদের সিইও (বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী) এখন বাইরে আছেন। আর এটা নিয়ে আগেও কথা বলেছি। সরকারের সংস্থা থেকে নিরাপত্তা দল যাবে পাকিস্তানে, উনাদের রিপোর্টের উপর আমরা কাজটা করবো।’

‘নিরাপত্তার বিষয়টা আমরা খুব ভালো করে বুঝতে পারি। এটা আমরা দেখতেছি। এখানে তো আসলে আমাদের কিছু করার নাই। আমরা আমাদের যেটা ভালো হবে সেটাই করবো। ওরা আসলে কি করছে না করছে সেটা আমাদের দেখারই দরকার নাই মনে করি। এটা আমাদের জন্য লাভের বিষয় না, আমরা আমাদের যেটা ভালো সেটা করবো। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমাদের মাননীয় বোর্ড সভাপতি কিন্তু নিউজিল্যান্ডের ঘটনার পর একটা কথাই বার বার বলে আসছেন, নিরাপত্তা আমাদের সবার আগের বিবেচ্য বিষয়। সুতরাং আমরা কিন্তু এটাকে বেশ গুরুত্ব দিব।’

আগামী ডিসেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর সপ্তম আসর। এর জন্য পাকিস্তান সফরের সূচীতে পরিবর্তন আসবে কী না এমন প্রশ্নে আকরাম খান বলেন, আমাদের শিডিউল তো করা আছে। বিপিএল কখন করবো এটা কিন্তু আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া। তারপর আমাদের পাকিস্তান সফর আছে সেটাও ফিক্সড করা আছে। এখানে তারিখের কোনও পরিবর্তন হচ্ছেনা।

নারী দল ও বয়স ভিত্তিক দলও পাকিস্তান সফর করবে। এই সফরগুলোর নিরাপত্তার বিষয়ে কতটা ভাবছে বিসিবি এমন প্রশ্নে তিনি বলেন, এটা আলাদা বিষয়। মেয়েদের ও বয়সভিত্তিক যে দলটা যাবে তাদের উন্নতিটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সাথে নিরাপত্তাটাও আছে। তবে জাতীয় দলের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশি থাকে। সবার দৃষ্টিটাও ওখানে থাকে। একটা জিনিস বার বার বলছি আমাদের মূল দলের সফরের ক্ষেত্রে কিন্তু সরকারের অনুমতিও লাগবে। সে জিনিসটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই আমরা এটা নিয়ে কাজ করবো।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh