• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ -শ্রীলঙ্কা 'এ' দলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ অক্টোবর ২০১৯, ১৯:১৫
শনিবার সিরিজ নির্ধারনী ম্যাচ বাংলাদেশ ও শ্রিলঙ্কা 'এ' দলের
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ফাইনাল শনিবার। ১২ অক্টোবর কলম্বোর প্রেমাদসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ ‘এ’ দলের এই সফরে ছিল দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ।

চারদিনের দুটি ম্যাচ ড্র হলেও ওয়ানডে সিরিজে সমানে সমানে লড়েছে ওয়ানডে সিরিজে। প্রথম ম্যাচে লঙ্কান বোলারদের দাপটে ১১৬ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৪ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কা ‘এ’ দলের দেয়া ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভারের শেষ বল পর্যন্ত খেলতে হয় বাংলাদেশকে।

শেষ পর্যন্ত সানজামুল ইসলামের ব্যাটে ভর করে ৪৯ ওভার ৬ বলে ১ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

আগামীকাল শনিবারের ম্যাচ তাই দুই দলের জন্য ফাইনালে রূপ নিয়েছেন। প্রেমাদাসায় স্থানীয় সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh