• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাতারের মুখোমুখি বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৯, ১৯:১২

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের মুখোমুখি বাংলাদেশ দল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাঠে নেমেছে দুই দল।

ম্যাচের আগে বাংলাদেশ কোচ জেমি ডে বলেন, ‘কাতারের ফুটবল কাঠামো বেশ উন্নত। দলটিতে কয়েকজন অসাধারণ ফুটবলার রয়েছেন। ব্রাজিল, আর্জেন্টিনাসহ ইউরোপের দলগুলোতে খেলছেন তারা। জানি দলটিকে রুখে দেয়া কঠিন। এটা সম্ভব করতে হলে আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ফুটবল উপহার দিতে হবে।’

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ১২৫ ধাপ এগিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

অন্যদিকে কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বাস বলেন, ‘ফিফা র‌্যাংকিং কাগজের ব্যাপার, মাঠের খেলা অন্য বিষয়। ম্যাচটা সহজ হবে বলে মনে করি না। তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে জয় পেতে চাই।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh