• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টি বাধায় জাতীয় ক্রিকেট লিগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৯, ১২:১১
বৃষ্টি বাধায় জাতীয় ক্রিকেট লিগ
ছবি- সংগৃহীত

আজ থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ ২০১৯-২০ মৌসুম। এবারের লিগ নিয়ে উত্তেজনার কমতি ছিল না খেলোয়াড়দের মাঝে। জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের উপস্থিতি জৌলুশটা আরও বাড়িয়ে দিয়েছে বলা যায়।

এবারের লিগে খেলতে হলে দিতে হয়েছে ফিটনেসের কঠিন পরীক্ষা। সব বাধা পেরিয়ে আজ ১০ অক্টোবর সকালে শুরু হয়েছে মাঠের লড়াই।

কিন্তু শুরুর দিনেই বড় বাধার নাম বৃষ্টি। চারটি ম্যাচের তিনটিই রয়েছে বন্ধ।

শুরু হয়েছে কেবল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগের খেলা। চট্টগ্রামের হয়ে খেলছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। এই দলের নেতৃত্বে আছেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মুমিনুল হক।

সকালে টস জিতে ঢাকা মেট্রোর বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম অধিনায়ক। মধ্যাহ্ন বিরতিতে যাবার আগ পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১ উইকেটে ৮৮ রান। ওপেনার সাদিকুর রহমান অর্ধশতক পূর্ণ (৫১) করেই ফেরেন সাজঘরে। অপরাজিত আছেন তামিম ইকবাল (২৬)* ও পিনাক ঘোষ (৫)*।

এছাড়া ফতুল্লায় ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগের ম্যাচ শুরু হয়নি বৃষ্টির কারনে। খুলনায় রংপুর ও খুলনার ম্যাচ বন্ধ রয়েছে ভেজা আউট-ফিল্ডের কারনে।

রাজশাহীতে বরিশাল ও সিলেটের ম্যাচও শুরু হয়নি ভেজা আউট-ফিল্ডের কারণে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh