• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লড়াইটা কঠিন হবে জানালেন, বাংলাদেশ কোচ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৯, ১৫:৪৭
jamie day
ছবি- বাফুফে

আফগানিস্তানের বিপক্ষে বেশ ভাল খেলেও হারের ক্ষত নিয়ে ফিরতে হয় বাংলাদেশকে। বিশ্বকাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচের আগে তাই আরও মনোযোগী লাল-সবুজের দল। টানা ১০ দিন নিবিড় অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ জেমি ডে। শেষ বেলায় বুঝিয়ে দিয়েছেন, কঠিন লড়াইয়ে নিজেদের সেরাটা দেবার প্রয়োজনীয়তা।

বুধবার দুপুরে বাফুফে ভবনে জেমি ডে সাংবাদিকদের বলেন, ‘ম্যাচটিকে ঘিরে গেল ১০ দিন প্রস্তুতি গ্রহণ করেছি। ভুটানের বিপক্ষেও খেলেছি ম্যাচ। কাতার দলের বিপক্ষে খেলাটা কঠিন হলেও ছেলেরা বেশ উজ্জীবিত।’

২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার দীর্ঘ দিন ফুটবলে নিজেদের জায়গা তৈরি করেছে। দলের অনেকেই দক্ষিণ আমেরিকা ও ইউরোপিয়ান ক্লাবগুলোর হয়ে খেলে থাকেন।

‘কাতারের ফুটবল কাঠামো বেশ উন্নত। দলটিতে কয়েকজন অসাধারণ ফুটবলার রয়েছেন। ব্রাজিল, আর্জেন্টিনাসহ ইউরোপের দলগুলোতে খেলছেন তারা। জানি দলটিকে রুখে দেয়া কঠিন। এটা সম্ভব করতে হলে আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ফুটবল উপহার দিতে হবে।’ যোগ করেন বাংলাদেশ কোচ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-কাতার। বাছাই পর্বে ‘ই’ গ্রুপে কাতার ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, আফগানিস্তান ও ভারত।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
দিল্লিকে বিধ্বস্ত করে কলকাতার হ্যাটট্রিক জয়
তাসনিয়া ফারিণের নামে মেয়ের নাম রেখেছেন কলকাতার ট্যাক্সিচালক
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
X
Fresh