• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বুধবার শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৯, ২০:৪৭
বুধবার থেকে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের ওয়ানডে সিরিজ
ছবি- সংগৃহীত

সিরিজে চারদিনের দুটি ম্যাচই ড্র হয়েছে। যদিও এমনটা হবার পেছনে বড় কারণ ছিল বৃষ্টি। তাই ড্র নিয়ে সন্তুষ্ট থেকে ওয়ানডে সিরিজ খেলতে নামতে হচ্ছে বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলকে।

আগামীকাল ৯ অক্টোবর কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মোট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।

ওয়ানডে সিরিজের আগে চার দিনের ম্যাচের দলের পাঁচ সদস্য ফিরেছেন দেশে। সৌম্য সরকার এক ম্যাচ পরই দেশে ফিরে এসেছিলেন। মঙ্গলবার ফিরেছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল।

মুমিনুলরা দেশের পথে রওয়ানা করার আগের দিন শ্রীলঙ্কায় রওয়ানা করেন আরও পাঁচ ক্রিকেটার। আফিফ হোসেন ধ্রুব, আবু হায়দার রনি, আরিফুল হক, সাইফ হাসান ও নাঈম শেখরা এরইমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে।

দলের সঙ্গে শ্রীলঙ্কায় রয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট শ্রীলঙ্কায় দলের সঙ্গে থাকলেও চার দিনের দ্বিতীয় ম্যাচ শেষে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকায়।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh