• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ওমান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে জয়ে শুরু বাংলাদেশের হকি টেস্ট সিরিজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৯, ১৯:৪২
বাংলাদেশ-ওমান অনূর্ধ্ব-২১ হকি টেস্ট সিরিজ শুরু হয়েছে মঙ্গলবার
ছবি- বাংলাদেশ হকি ফেডারেশন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ও দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আজ ৮ অক্টোবর ২০১৯, মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হলো ওয়ালটন বাংলাদেশ বনাম ওমান অনূর্ধ্ব ২১ হকি টেস্ট সিরিজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৫ ম্যাচ সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয় মোহাম্মদ আখতার হোসেন ও ওয়ালটনের নির্বাহী পরিচালক জনাব এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

আজ মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ওমান অনূর্ধ্ব ২১ দলকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল। প্রথম কোয়ার্টারে অধিনায়ক আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার ও আরশাদ হোসেনের ফিল্ড গোলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় কোয়ার্টারে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নারে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নাঈম উদ্দিন ও মাহবুব হোসেনের গোলে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪২ মিনিটে ওমানের হয়ে একমাত্র ফিল্ড গোল করেন রাশেদ আল ফাজারি।

সিরিজের সব কটি ম্যাচ ইউটিউব ও ফেসবুকে লাইভ স্ট্রিমিং করছে স্পোর্টস লাইফ টিভি। আর একটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর, বুধবার ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh