• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ অক্টোবর ২০১৯, ২০:০২
জমে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচ
ছবি- সংগৃহীত

হাম্বানটোটায় জমে উঠেছে চারদিনের ম্যাচের দ্বিতীয় ম্যাচটি। দু’দলই লড়ছে সমানে সমান। দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ ড্র হয় বৃষ্টিতে। এই ম্যাচে বৃষ্টি না থাকায় নিজেদের প্রমাণ করার সুযোগটা পাচ্ছে দু’দলের খেলোয়াড়েরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথমে ব্যাট করে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার ৮৫ আর কামিন্ডু মেন্ডিসের ৬২ রানের ইনিংসে ২৬৮ রান করে। এই ইনিংসে মেহেদী মিরাজ নেন ৭ উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার সাদমান ইসলাম করেন ৭৭ রান। সাদমান শতক মিস করলেও দলীয় অধিনায়ক মুমিনুল ইসলাম মিস করেননি শতক।

১৯০ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর নুরুল হাসান সোহানের ৩৬ আর মেহেদী মিরাজের ৩৮ রানে সব উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল।

লঙ্কান ‘এ’ দলের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৫উইকেট ও ৩ উইকেট নেন প্রাবাথ জয়সুরিয়া।

বাংলাদেশের ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ৩৮ ওভার ব্যাটিং করলেও কোনও উইকেট হারায়নি লঙ্কানরা।

দুই ওপেনারই পার পার করেছেন অর্ধশতকের মাইলফলক। পাথুম নিশাঙ্কা অপরাজিত আছেন ৭৫ রানে আর ৫০ রানে অপরাজিত আছেন সনজিত কোরে। দুই ওপেনারের কল্যানে ৬৪ রানে এগিয়ে আছে লঙ্কানরা।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh