• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মিরাজের ৭ উইকেটে কুপোকাত লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ অক্টোবর ২০১৯, ১৩:৩৮
এক মিরাজেই কুপোকাত শ্রীলঙ্কা ‘এ’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচের দ্বিতীয়টি চলছে হাম্বানটোটায়। গতকাল শুক্রবার শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় লঙ্কানরা।

ব্যাটিংয়ে নেমে স্বাগতিক ওপেনার সনজিত ক্যারির ১৭ রানে সাজঘরে ফেরার পর বাংলাদেশের সামনে মূর্তিমান হয়ে দাঁড়ায় আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা আর ও দুই নম্বরে ব্যাট করতে নামা কামিন্ডু মেন্ডিস।

নিশাঙ্কার ৮৫ আর মেন্ডিসের ৬২ রানে ভর করে বড় সংগ্রহের পথেই হাঁটছিল লঙ্কান যুবারা।

জুটি ভাঙ্গেন মেহেদী মিরাজ। দলীয় ১৫৩ রানের মাথায় মেন্ডিসকে ৬২ রানের মাথায় সাজঘরে ফেরান এই স্পিনিং অলরাউন্ডার।

এরপরই ভাঙ্গনের সূর লঙ্কান ব্যাটিং লাইন আপে। বেশিক্ষণ টিকতে পারেননি নিশাঙ্কাও। ৮৫ রান করে তাকেও কাটা পড়তে হয় মিরাজের বলে।

প্রথম দিনে ৫ উইকেটে ২২৩ রানে তুলতে পারলেও আজ দ্বিতীয় দিন মাত্র ৪৫ রান তুলতেই শেষ হয়ে যায় লঙ্কানদের সব উইকেট।

মিরাজের ঘূর্ণি আর এবাদত হোসেনের গতিতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা।

মিরাজ একাই নেন ৭ উইকেট। ৩৭ ওভারে ৮৪ রান দিয়ে একাই তুলে নেন ৭ উইকেট। এবাদত নেন ২টি আর ১ উইকেট নেন শাকিল।

শ্রীলঙ্কা ‘এ’ দল (প্রথম ইনিংস) : ২৬৮/১০ (৯০.২ ওভার), নিশাঙ্কা ৮৫, কোরে ১৭, কামিন্ডু ৬২, প্রিয়ঞ্জন ২৮, আসালাঙ্কা ৪৪, প্রিয়মল ৪, লাহিরু ২০, নিশান ০, প্রভাত ০, সিরাজ ০, ফার্নান্দো ০*; এবাদত ২৩-৭-৬২-২, শাকিল ১৭.২-২-৬০-১, মিরাজ ৩৭-১৪-৮৪-৭, রিশাদ ১৩-০-৫৬-০।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh