• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিপিএলে জয়হীন লিটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৯, ১৫:৩১
সিপিএলে জয়হীন লিটন
লিটন দাস

ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাত্র দুই ম্যাচের জন্যই তাকে দলে নেয় জ্যমাইকা তালাওয়াস।

ততক্ষণে যদিও তার দল শেষ চারে উঠার দৌড় থেকে ছিটকে যায়। তবু নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। দলের শেষ দুই ম্যাচের দুটিতেই সুযোগ পান এই ডান-হাতি ব্যাটসম্যান। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি লিটন। নিজেও ব্যর্থ, দলও হয়েছে ব্যর্থ।

নিজেদের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৭৯ রানে অল-আউট হয়ে যায় জ্যামাইকা তালাওয়াস।

গায়ানার দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলেই গুটিয়ে যায় জ্যামাইকা। লিটনের দলের ব্যাটাররা যখন একের পর এক ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন তখন লিটন আর গ্লেন পিলিপস করেছেন সর্বোচ্চ সমান ২১ রান করে।

নিজের প্রথম ম্যাচেও লিটন করেছিলেন ২১ রান। সেই ম্যাচে সেন্ট লুসিয়া জৌকসের কাছে ৪ উইকেটে হেরে যায়।

এদিকে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস নিশ্চিত করেছে কোয়ালিফায়ার পর্ব। সাকিব যে তিন মাত্র খেলেছেন তার মধ্যে দুটিতেই জয় পায় ট্রাইডেন্টস।

সাকিব তিন ম্যাচেই উজ্জ্বল ছিলেন ব্যাটে-বলে। প্রথম ম্যাচে ৩৮ রান ও ১ উইকেট, দ্বিতীয় ম্যাচে ২২ রান ও ১ উইকেট এবং তৃতীয় ম্যাচে ১৩ রানের সঙ্গে নিয়েছেন ২টি উইকেট।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh