• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু বিপিএলে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ অক্টোবর ২০১৯, ১৪:৪১
সব ঠিক থাকলে আসছে ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এর জন্য সম্ভাব্য তারিখও ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হবে এবারের আসর।
ছবি- সংগৃহীত

সব ঠিক থাকলে আসছে ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এর জন্য সম্ভাব্য তারিখও ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হবে এবারের আসর।

তবে পুরনো নামে নয়, নতুন নামে ‘বঙ্গবন্ধু বিপিএল’ অনুষ্ঠিত হবে বিপিএলের সপ্তম আসর।

এই আসরকে ঘিরে নতুন ভাবে এগুচ্ছে বিপিএল কমিটি। গত ছয়টি আসর থেকে এই আসরকে কীভাবে আরও জাঁকজমকপূর্ণ করা যায় সেটাই ভাবছে বিসিবি।

এর জন্য টেলিভিশন সম্প্রচারের মান বাড়াতে ব্যবহার করা হবে ৩৫টি ক্যামেরা। যা ৩৬০ ডিগ্রী ভিউ দিবে দর্শকদের। এছাড়াও থাকবে উন্নতমানের ষ্ট্যাম্প ক্যামেরা, ড্রোন ক্যামেরা ও স্পাইডার ক্যামেরা। থাকবে দ্বিমুখী ষ্ট্যাম্প ক্যামেরা।

গত বিপিএলে শুরুর দিকে এলইডি ষ্ট্যাম্প ও জিং বেল না থাকলেও এবার শুরু থেকেই থাকবে। এছাড়াও ডিআরএস সিস্টেমের জন্য থাকবে দুটি আল্ট্রামোশন ক্যামেরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh