• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সন্ধ্যায় ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৭
bangladesh
ছবি- বাফুফে

আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে রোববার ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০২৩ এশিয়া কাপের বাছাইপর্বে, কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে জামাল ভূঁইয়ার দল।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও ভুটানকে সমীহ করছেন বাংলাদেশ কোচ জেমি ডে।

তিনি বলেন, ‘ভুটান আমাদের চেয়ে কম শক্তির দল মনে করা হলেও প্রতিপক্ষ কখনও দুর্বল হয় না। আমরা ভুটানকে পেয়েছি। দলটি বিশ্বকাপ ফুটবলের বাছাই খেলছে না। তাদের বিপক্ষে জিততে পারলে খেলোয়াড়দের মানসিক শক্তিটা বেড়ে যায়। উজ্জীবিত থাকে।’

তিনদিন পর আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ও ভেন্যু একই থাকবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh