• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কিউদের বিপক্ষে বাংলাদেশি যুবাদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১
BANGLADESH UNDER 19
ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার বাংলাদেশ সময় ভোরে শুরু হয় ম্যাচটি। লিংকলনে বার্ট সাটক্লিফ ওভালে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। যদিও বাংলাদেশের বোলারদের দাপটে সুবিধা করতে পারেনি তারা।

শেষ পর্যন্ত ৪৮ ওভার ব্যাট করে ১৭৬ রানে অল আউট হয় ব্ল্যাকক্যাপসরা।

যুবা টাইগারদের হয়ে তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। শামিম হোসেন তুলেন দুটি উইকেট। একটি করে উইকেট আদায় করেন তানজিম হাসান সাকিব ও রাকিবুল ইসলাম।

ব্যাট হাতে নেমে শুরুতেই রান আউট হন ২ রান করা পারভেজ হোসেন ইমন। তানজিদ হাসান ২৮, মাহমুদুল হাসান জয় ২৮ ও তৌহিদ হৃদয় করেন ২৬ রান।

শাহাদাত হোসেন ২৪ ও অধিনায়ক আকবর আলী ৬৫ রানে অপরাজিত থেকে দলকে ৩৯তম ওভারের চতুর্থ বলে দলকে জয় এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯

১৭৬ (৪৮ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

১৮০/৪ (৩৮.৪ ওভার)

ফল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৬ উইকেটে জয়ী

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা
পুরনো ক্ষত না সারতেই অস্ট্রেলিয়ার কাছে আবারও বিশ্বকাপ হারল ভারত
'টসে শিরোপা' জানতেন না বাংলাদেশের অধিনায়ক
প্রতিবাদ করে শিরোপা উদ্ধার করল বাংলাদেশ, যৌথ চ্যাম্পিয়ন দুই দল
X
Fresh