• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উজ্জ্বল সাকিব, তবু হেরেছে দল

অনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২
Shakib Al Hasan
সাকিব আল হাসান || ছবি- সংগৃহীত

৪ ওভার বল করে ১ মেইডেন। সবমিলিয়ে রান খরচ করেছেন ১৪। ১২টি বলই দিয়েছেন ডট। উইকেট তুলে নিয়েছেন ১টি। অন্যদিকে ব্যাট হাতে ২৫ বলে তুলেছেন ৩৮ রান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করলেন সাকিব আল হাসান। যদিও দল হেরেছে মাত্র ১ রানে।

রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হয় ম্যাচটি বার্বাডোস ট্রাইডেন্টস অধিনায়ক জেসন হোল্ডার বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়ে সঠিক ব্যবহার করেন। প্রথমেই বল তুলে দেন সাকিবকে। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দেন দলকে।

প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটরিয়টস প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি।

অন্যদিকে ব্যাট হাতে দ্রুত রান করতে গিয়ে শুরুর দিকে জনসন চার্লস ফিরে যান ১৩ রান করে। তবে অ্যালেক্স হ্যালস আর তিন নম্বরে ব্যাট করতে এসে সাকিব গড়েন ৪১ রানের জুটি।

হ্যালসের বিদায়ের পর হাল ধরেন সাকিব। জেপি ডুমিনিকে সঙ্গে নিয়ে আরও ২৯ রান যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচের ১২তম ওভারের তৃতীয় বলে ফিরে যান সাকিব। ২৫ বলে ৩৮ রান করেন তিনি। তিনটি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান বাম-হাতি এই অলরাউন্ডার।

সাকিবের মাঠ ত্যাগের পর ডুমিনি লড়াই চালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ১৬ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি।

এর পর জোনাথান কার্টার ২, জেসন হোল্ডার ১, অ্যাশলে নার্স ২, হ্যাডেন ওয়ালস ৯ রানে বিদায় নেন।

শেষ দিকে ১৮ বলে ৩৪ রান করে জয়ের আশা বাঁচিয়ে রাখেন রেমন রেইফার। তবে রান আউট হয়ে ফিরে যান তিনি।

শেষ বলে বার্বাডোসের দরকার ছিল ২ রান। ডমিনিক ডারকেস ১ রান করা হ্যালি গার্নেকে বোল্ড করেন। এতে ১ রানে জয় পায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সেন্ট লুসিয়া জোউকসের বিপক্ষে মাঠে নামবে বার্বাডোজ ট্রাইডেন্টস।

সংক্ষিপ্ত স্কোর

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটরিয়টস: ১৪৯/৭

বার্বাডোস ট্রাইডেন্টস: ১৪৮ অলআউট

১ রানে জয়ী সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
বিঘ্ন হচ্ছে ইন্টারনেট সেবা
X
Fresh