• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৪
ছবি- সংগৃহীত

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় আজ শনিবার ভিন্ন ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময় রাত ৮টায় গেটাফের মুখোমুখি হবে বার্সা। অন্যদিকে রাত ১টায় রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ।

চলতি আসরের শুরুটা মোটেও ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। এখন পর্যন্ত ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে নেমে গেছে টেবিলের ৭ নম্বরে। তার ওপর বড় দুঃসংবাদ লিওনেল মেসির ইনজুরি।

গেল সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে অনির্দিষ্ট কালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন আর্জেন্টিনার এই বার্সা মহাতারকা।

এদিকে রিয়াল শিবিরে ফিরেছে স্বস্তি। মাদ্রিদ ডার্বির আগে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দুই মিডফিল্ডার ইসকো ও লুকা মদ্রিচ। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষের ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে ডিফেন্ডার মার্সেলোর।

এখন পর্যন্ত ৬ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার জিনেদিন জিদানের দল। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকোর অবস্থান তৃতীয় স্থানে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh