• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাংবাদিককে এক হাত নিলেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৬
Misbah-ul-Haq
ছবি- সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানে সফর করছে শ্রীলঙ্কা। ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো দেশটি খেলতে গেল লঙ্কানরা। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দুই দল। শুক্রবার করাচির জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি স্বাগতিক কোচ মিসবাহ উল হক।

কয়েকদিন আগেই দলের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব বলতে, একাধারে পাকিস্তানের প্রধান কোচ, ব্যাটিং কোচ এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত হয়েছেন মিসবাহ।

পাকিস্তানের সাবেক এই অধিনায়কের কাছে প্রশ্নের বাউন্সার ছুঁড়ে দেয়া হয় সংবাদ সম্মেলনে। যদিও সেটি খুব সহজেই বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান মিসবাহ।

ব্যাটসম্যানদের স্ট্রাইকরেট সমস্যা প্রসঙ্গে পাকিস্তান কোচের কাছে প্রশ্ন করেন উপস্থিত এক সাংবাদিক।