• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চারটি ম্যাচ পাচ্ছেন সাকিব, লিটন দুটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭
CPL
ছবি- সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজ শেষ হতে না হতেই লম্বা যাত্রা। ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাচ্ছেন সাকিব আল হাসান ও লিটন দাস। লক্ষ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নেয়া। দ্বীপপুঞ্জের এই জমজমাট আয়োজনে সাকিব নিয়মিত হলেও প্রথমবারের মতো সুযোগ মিলেছে লিটন দাসের। চলতি মাসের ৪ তারিথ থেকে শুরু হওয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল বসবে আগামী ১২ অক্টোবর।

এবারের আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। গেল আসরে এই দলের হয়ে মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে খেলতে পারেননি। এবারের আসরে শুরু থেকেই স্কোয়াডে ছিলেন সাকিব। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার জাতীয় দলের সময় দিয়েছেন। আর তাই দলটির হয়ে নামতে পারেননি।

গ্রুপ পর্বে আরও চারটি ম্যাচ বাকি রয়েছে বার্বাডোজের। আগামী ২৭, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর আয়োজন করা হবে ম্যাচগুলো। সব ঠিক থাকলে প্রতিটি ম্যাচেই এই স্পিনিং অলরাউন্ডারকে একাদশে পেতে চাবে টিম ম্যানেজমেন্ট।

গেল মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর সাকিব বলেন, ‘ভারত সিরিজের আগে ওখানে (সিপিএলে) কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাব। সেই অভিজ্ঞতা কাজে আসবে।’

অন্যদিকে জ্যামাইকা তালাওয়াসের পক্ষ থেকে ডাক পেয়েছেন লিটন। সেখানে দুটি ম্যাচ হাতে পাবেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। ২৮ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ম্যাচ দুটি বসবে।

বুধবার রাতে ঢাকা ছেড়েছেন সাকিব-লিটন। তার আগে নিজ ফেসবুকে সবার কাছে দোয়া চেয়েছেন লিটন। তিনি বলে, ‘প্রথমবারের মতো সিপিএল খেলতে যাচ্ছি। তাই সবাই আমার জন্য দোয়া করবেন।’

এক নজরে দেখে নিন সাকিব-লিটনের দলের সূচি

তারিখ

ম্যাচ

সময়

২৭ সেপ্টেম্বর

বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স

রাত চারটা

২৮ সেপ্টেম্বর

জ্যামাইকা তালাওয়াস বনাম সেন্ট লুসিয়া জুকস

ভোর ছয়টা

২৯ সেপ্টেম্বর

বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস

ভোর ছয়টা

৩০ সেপ্টেম্বর

বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট লুসিয়া জুকস

রাত চারটা

৩ অক্টোবর

বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স

ভোর পাঁচটা

৪ অক্টোবর

জ্যামাইকা তালাওয়াস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

রাত চারটা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
X
Fresh