• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৪ বছর পর সেভিয়ার মাঠে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৪
Real Madrid
ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ২০১৫ সালের পর এই প্রথম সেভিয়ার মাঠে জয়ের স্বাদ পেলো জিনেদিন জিদানের দল।

রোববার রামোন সানচেস পিসুয়ানে আক্রমণ-প্রতি আক্রমণে শুরু থেকে জমে ওঠে লড়াই। বিরতিতে যাওয়ার আগে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলোও তা কাজে লাগাতে পারেনি কেউ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। প্রতি আক্রমণে ৬৪ মিনিটে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। বাইলাইন থেকে দানি কারবাহালের দারুণ ক্রসে চমৎকার হেডে জাল খুঁজে নেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।

গোল হজমের পর বাড়ে সেভিয়ার আক্রমণের ধার। তৈরি করে বেশ কয়েকটি সুযোগ। তবে থিবো কর্তোয়াকে পরাস্ত করতে পারেনি স্বাগতিকরা।

৫ ম্যাচে ৩ জয় ২ ড্রয়ে রিয়ালের সংগ্রহ ১১ পয়েন্ট। লস ব্লাঙ্কোসরা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। এদিকে সমান সংখ্যাক ম্যাচে ২ জয় ২ হার ও ১ ড্রয়ে বার্সেলোনার অবস্থান ৮ এ। অন্যদিকে সবার উপরে অবস্থান করছে অ্যাথলেটিকো বিলবাও।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh