• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজ শুরু সোমবার থেকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯
বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজ শুরু সোমবার থেকে
ছবি- সংগৃহীত

জাতীয় দল থেকে বাদ পড়া আর পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ শুরু আগামীকাল মঙ্গলবার থেকে। ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পাওয়া আর এই সিরিজের দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের স্বরূপে ফেরার জন্যই মূলত শ্রীলঙ্কায় পাঠানো ‘এ’ দল করে। ‘এ’ দলের নেতৃত্বে আছেন মুমিনুল হক।

এই দলে শুধু মিরাজ-সৌম্যই নন, ডাক পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া এনামুল হক বিজয়, আবু জায়েদ, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুনদের মতো ক্রিকেটাররাও।

সফরে রয়েছে দুটি চারদিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচটি।

কাল সোমবার থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ চারদিনের সিরিজের প্রথম ম্যাচটি। কাটুয়াঙ্কের এয়ারফোর্স মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিলেন তহুরা
---------------------------------------------------------------

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান, এনামুল হক, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

চারদিনের ম্যাচের সূচি:

তারিখ

দল

ভেন্যু

২৩-২৬ সেপ্টেম্বর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

কাটুনায়েকে

৩০ সেপ্টেম্বর-৩ অক্টোবর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

গল

একদিনের ম্যাচের সূচি:

তারিখ

দল

ভেন্যু

৭ অক্টোবর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

হাম্বানটোটা

৯ অক্টোবর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

হাম্বানটোটা

১২ অক্টোবর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

কলম্বো

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh