logo
  • ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

বাংলাদেশ সিরিজেও খেলবেন না ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫
বাংলাদেশ সিরিজেও খেলবেন না ধোনি
ছবি- সংগৃহীত
গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নাম তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। সময়টা কাটিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং ক্যাম্পে। ১৫ দিনের জন্য চলে যান ট্রেনিংয়ে। বিশ্বকাপের পর ধোনির অবসর নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। এখনও চলছে তার অবসর নিয়ে কথা।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলছেন না ধোনি। অবসরেও যাচ্ছে না আবার মাঠেও ফিরছে না ৩৮ বছর বয়সী এই সাবেক অধিনায়ক। তাই গুঞ্জনের সঙ্গে বাড়ছে অপেক্ষাটাও।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই সময়টা আরও বাড়তে পারে। তার আগে এটিও নিশ্চিত করেছে, নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না ধোনি। এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে রয়েছে দুটি টেস্ট ম্যাচও।

বাংলাদেশের বিপক্ষে না খেললেও ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী ডিসেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন ধোনি।

কোনভাবে যদি এই সিরিজেও তার খেলা না হয় তবে এই বছর আর মাঠে ফেরা হবে না বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের।

এমআর/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়