• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে তহুরার প্রথম গোলটি দেখেছেন? (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৪
tahura khatun
১০ নম্বর জার্সিতে তহুরা খাতুন

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব- ১৬ নারী চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশে। ম্যাচজুড়ে লড়াই করেও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। ফিফার নারী র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকা অজিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ওই ম্যাচে লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন। এরই মধ্যে ময়মনসিংহের এই ফরোয়ার্ডের প্রথম গোলটি এএফসির ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

শনিবার থাইল্যান্ডের চোনবুরিতে ২০ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ৭৮ মিনিটে তহুরার গোলে আবারও লিড পায় ফিফা র‌্যাংকিংয়ে ১৩০ নম্বরে থাকা বাংলাদেশ।

এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। পরের মিনিটেই গোল শোধ করে সমতায় ফেরে র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১২২ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়া। বাকী সময় আর গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।

এরআগে থাইল্যান্ডের বিপক্ষে ১-০ ও জাপানের কাছে ৯-০ ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয় ছোটনের দলের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুটানকে গুঁড়িয়ে লিগ পর্বে অপরাজিত বাংলাদেশের মেয়েরা
সুরভীর জোড়া গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা
X
Fresh