• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

টাইগাররা কম রানে বেঁধে ফেলল আফগানিস্তানকে

আপোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪
টাইগাররা কম রানে বেঁধে ফেলল আফগানিস্তানকে
ছবি- সংগৃহীত

শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর চেপে বসে আফগান দুই ওপেনার। তাতে মনে হচ্ছিল ২০০ না হলেও ১৮০ রান পার করে ফেলবে আফগানিস্তান। আজও বড় লক্ষ্য তাড়া করার পেছনে ছুটতে হবে বাংলাদেশকে। শেষ পর্যন্ত সেটি আর হয়নি।

মাত্র ১৩৮ রানে আঁটকে গেল আফগানিস্তানের ইনিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই শফিউল ইসলামের করা বলে ফাইন লেগে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেও মাহমুদুল্লাহ রিয়াদের হাত ফসকে যায় রাহমানুল্লাহ গুরবাজের ক্যাচ। এরপরই বাংলাদেশের উপর চেপে বসে আফগান দুই ওপেনার গুরবাজ আর হযরতুল্লাহ জাযাই।

এরপর থেকেই আফগান দুই ওপেনার গুরবাজ আর জযরতুল্লাহ জাযাই মিলে ৯ ওভার ২ বলে যোগ করেন ৭৫ রান।

ছয়জন বোলার বোলিং করে ফেললেও উইকেট যখন সোনার হরিণ, তখন সপ্তম বোলার হিসেবে আফিফ হোসেনের হাতে বল তুলে দেন সাকিব।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ঘুমাতে পারেননি আমিনুল
---------------------------------------------------------------------

বোলিং করতে এসেই একই ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। ওভারের তৃতীয় বলে ৪৭ রান করা জাযাইকে ফেরানোর পর পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই ফেরান আসগর আফগানকে।

দশম ওভারের চতুর্থ বলে গুরবাজকে ২৯ রানে ফেরান মুস্তাফিজুর রহমান। এরপরই আফগানদের রানের গতি ধীর হয়ে যায়।

নাজিবুল্লাহ যাদরানকে ১৪ রানে বোল্ড করে ফেরান সাইফউদ্দিন, মোহাম্মদ নবীকে সাকিব আল হাসান ফেরান ৪ রানে। গুলবাদীন নাঈব রান আউটে কাটা পরেন ১ রানে। শেষদিকে শফিকুল্লাহ’র ১৬ আর রশিদ খানের ব্যাটে আসে ১০ রান।

আফিফ হোসেন নেন ২ উইকেট। সমান ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh