• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১
শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা বাংলাদেশের। নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে শনিবার নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

একটি করে গোল করেন তানবীর হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও ফাহিম মোরশেদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। তারই সুফল পায় প্রথম মিনিটেই। তানবীরের গোলে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর প্রথমার্ধে বেশ কয়েকবার চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠে বাংলাদেশ।

ম্যাচের ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। এরপর ৮৬ মিনিটে ফয়সালের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের বাকি সময়ে কোনও রকম প্রতিরোধ গড়তে পারেনি লঙ্কান যুবারা। তাতে জয়ের উল্লাসে মাতে অ্যান্ড্রু টার্নারের দল। আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ বাংলাদেশ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়