• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিলেন তহুরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩
Bangladesh
ছবি- সংগৃহীত

ফিফার নারী র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৮ নম্বরে। অন্যদিকে ১৩৫তম বাংলাদেশ দল। বুধবার বিকেলে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের নিজেদের শেষ ম্যাচে অজিদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ মেয়েরা। এই ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করতে সক্ষম হয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

থাইল্যান্ডর চনবুরিতে লাল-সবুজদের হয়ে এদিন জোড়া গোল করেছেন তহুরা খাতুন। ম্যাচের ২০ মিনিটে এই ফরোয়ার্ডের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে সমতায় ফেরে অজিরা। তবে দুই মিনিটর পর আবারও গোল করেন তহুরা। যদিও এর কিছুক্ষণের মধ্যেই গোল আদায় করে নেয় শক্তিশালী অস্ট্রেলিয়া।

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রাথমিক বাছাইপর্বে বাহরাইনকে ১০-০, লেবাননকে ৮-০, সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ ও শক্তিশালী ভিয়েতনামকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনকে ১০-০ ও মিয়ানমারকে ১-০ ব্যবধানে হারিয়ে এএফসির চূড়ান্তপর্ব নিশ্চিত করে মারিয়া-শামসুন্নাহাররা। যদিও শেষ ম্যাচে এশিয়ান পরাশক্তি চীনের বিপক্ষে হারতে হয়ে দলটির।