• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিতে পারেনি আফগানরা

অনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬
জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিতে পারেনি আফগানরা
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। সন্ধ্যায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক রশিদ খান। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সেদিন বড় লক্ষ্য দিলেও আজ খুব বেশি রান তুলতে পারেনি আফগানিস্তান।

২০ ওভারে ৮ উইকেটে মোটে ১৫৫ রান তুলেছে গুরবাজ-নবীরা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় দুই ওপেনারের জুটিতে। ৯ ওভার ৩ বলে ৮৩ রানের জুটি গড়ে তবেই সাজঘরে ফেরেন ওপেনার হযরতুল্লাহ জাযাই। ট্যাঁর ব্যাটে আসে ৩১ রান। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেন ৪৭ বলে ৬১ রান।

এছাড়া বাকিদের নামের পাশে নেই উল্লেখযোগ্য রান। কুড়ি রানের কোটাও পার করতে পারেননি বাকি আট ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নেন ক্রিস এমপফু, ২টি উইকেট নেন টিনোটেন্দা মুটম্বোডজি ও ১টি করে উইকেট নেন কাইল জারভিস, শেন উইলিয়ামস।