• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জুভেন্টাসকে আটকে দিলো অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৯
juventus
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো জুভেন্টাস। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইতালিয়ান জায়ান্টরা।

বুধবার রাতে মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় জুভেন্টাস। ম্যাচের ৪৮তম মিনিটে গোল করেন কলোম্বিয়ান ফরোয়ার্ড জুয়ান কুয়াডরাডো।

ম্যাচের ৬৫তম মিনিটের মাথায় জুভিদের হয়ে দ্বিতীয় গোলটি তুলে ফ্রেঞ্চ মিডফিল্ডার নেন ব্লাইস মাতুইদি।

যদিও ৫ মিনিট পরই অ্যাটলেটিকোর হয়ে ব্যবধান কমান মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্টেফান সাভিক।

ম্যাচের একেবার শেষ ক্ষণে এসে ম্যাক্সিকান মিডফিল্ডার হেক্টর হেরারার গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ।

শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে।

এদিকে ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে জার্মান দল বায়ের লেভারকুসেনের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
X
Fresh