• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অভিষেক ওভারেই উইকেট পেলেন আমিনুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩
ছবি- সংগৃহীত

বাংলাদেশকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যেই আজ মাঠে নেমেছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে খাঁদের কিনারে চলে যাওয়া দলটা আজ ঘুরে দাঁড়াতে চায়। সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে।

আগে ব্যাট করে মাহমুদুল্লাহ রিয়াদের ৬২ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়েকে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে জিম্বাবুয়ে। মাত্র ৩ ওভার ১ বলেই তিন টপ অর্ডারকে হারিয়েছে দলটি।

ইনিংসের প্রথম ওভারেই সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্রেন্ডন টেইলর। এরপর সাকিব আল হাসান ফেরান ওয়ানডাউনে ব্যাট করতে আসা রেগিস চাকাবাকে। দুইজনই খুলতে পারেননি রানের খাতা।

এই সিরিজের নতুন ডাক পাওয়া শফিউল ইসলামও পেয়েছেন উইকেট নিজের প্রথম ওভার করতে এসে। শেন উইলিয়ামসকে মাত্র ২ রানে ফেরান সাজঘরে।

ইনিংসের ষষ্ঠতম ওভারে অভিষিক্ত আমিনুল তার অভিষেক ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। টিনোটেন্ডা মুতমবদজিকে ফিরিয়ে মাতেন উইকেট পাওয়ার আনন্দে। ওভারের তৃতীয় বলে টিনোটেন্ডা ১১ রান করে ক্যাচ দেন আরেক অভিষিক্ত নাজমুল হোসেন শান্তর কাছে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh