logo
  • ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০
Chattogram
ছবি- সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

সিরিজে জয়ের দেখা মেলেনি জিম্বাবুয়ের। এই ম্যাচ ফাইনালে ওঠার বাঁচা মরার লড়াই। হারলেই বিদায়। তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কমতি নেই সফরকারীদের। 

উদ্বোধনী ম্যাচে জয় পেলেও জিম্বাবুয়ের বিপক্ষেই জয় পেয়েছিল টাইগাররা। যদিও  দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে হেরেছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হবে মুশফিক-মাহমুদুল্লাহ রিয়াদদের। 

এদিন স্বাগতিকদের হয়ে অভিষেক করছেন নাজমুল হাসান শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। জাতীয় দলের হয়ে শান্ত ওয়ানডে ও টেস্ট খেললেও প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে জড়ালেন বিপ্লব।

বাংলাদেশ

লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, রিচমন্ড মুতুমবামি, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতোমবোদজি, রায়ান বার্ল, রেগিস চাকাবা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, এইনসলে এনদলোভু ও  ক্রিস্টোফার এমপোফু।

ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়