• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাফ খেলতে নেপালে যুবারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৫
SAFF U18, Nepal, BD
সংবাদ সম্মেলনে উপস্থিত কোচ, টিম ম্যানেজার ও অধিনায়ক

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল গেলো বাংলাদেশ দল। বুধবার সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাঠমুন্ডুর উদ্দেশে উড়াল দেয় ৩০ সদস্যের দল।

২৩ জন খেলোয়াড়, প্রধান কোচ, গোলরক্ষক কোচ, দুজন সহকারী কোচ, ফিজিও, টিম ম্যানেজার ও মিডিয়া ম্যানেজার রয়েছেন এ বহরে। কাঠমুন্ডুতে বিমান বন্দরে নেমে সরাসরি হোটেলে উঠেছেন সবাই।

শুক্রবার শুরু হবে সাফের যুব চ্যাম্পিয়নশিপ। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার। শ্রীলঙ্কার বিপক্ষে নামবে আনফা কমপ্লেক্সে। গ্রুপ বি’তে বাংলাদেশের অপর প্রতিপক্ষ ভারত।

দেশ ছাড়ার আগে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান কোচ অ্যান্ড্রু পিটার টার্নার। জানান, শিরোপা আশা নিয়েই নেপাল যাচ্ছে তার দল।

শেষ আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় লাল-সবুজরা। এবার তাহলে প্রত্যাশা এতোটা কেন? জবাবে খেলোয়াড়দের পরিশ্রম ও জয়ের মানসিকতা তুলে ধরেন কোচ। তিন সপ্তাহের নিবির অনুশীলনে দলকে গড়ে তোলা হয়েছে বলে বলে জানান টার্নার।

তাছাড়া স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ের প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ। যুব প্রতিযোগিতায় এটা বাড়তি সুবিধা এনে দেবে বলে মনে করেন কোচ। এছাড়া একাডেমি থেক বাছাই করা খেলোয়াড়রা মানসম্পন্ন বলে জানান তিনি।

অগ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত ও নেপালকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ 
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি হতে পারে এপ্রিলে
X
Fresh