• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হার দিয়ে লিভারপুলের যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪০
Liverpool
ছবি- সংগৃহীত

হার দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। শেষ দশ মিনিটের ঝড়ে অলরেডদের ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি।

ইতালিয়ান জুজু যেন কাটাতেই পারছেন না ইয়ুর্গেন ক্লপ। দেশটির মাটিতে টানা পাঁচটি হার বলছেন ইতালিয়ান দৈত্য সওয়ার হয়েছে ক্লপের ঘাড়ে। আর প্রতিপক্ষের মাঠে শেষ আট ম্যাচের ছয়টিতে হার বলছে লিভারপুল শত্রুর ডেরায় খেই হারায়।

নাপোলসের সানসিরো স্টেডিয়ামে খেলার মাত্র ছয় মিনিটেই ম্যাচ নিজেদের করার আভাস দিয়েছিলো স্বাগতিকরা। কিন্তু হিরভিং লোজানোর গোলটি অফসাইডের ফাঁদে বাতিল হলে সে যাত্রায় বেঁচে যায় লিভারপুল।

আক্রমণ প্রতি-আক্রমণে খেলা গড়িয়েছে সমান তালে। একাধিক সুযোগ হাতছাড়া করেছে দুদলই। মোহাম্মদ সালাহ-সাদিও মানে কাছে গিয়েও পারেননি লক্ষ্যভেদ করতে।

কিন্তু ৮২ মিনিটে লক্ষ্য খুঁজে পেয়েছে নাপোলি। ভিডিও রিভিউও বাঁচাতে পারেনি অলরেডদের। ডি বক্সের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করেন রবার্টসন। পেনাল্টিতে গোল করতে কোনও ভুল করেননি নাপোলির বেলজিয়ান খেলোয়াড় ড্রাইস মেরটেনস।

ইনজুরি টাইমে আরও একটা ভুল করেন ভার্জিল ফন ডাইক। ডি-বক্সে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাকি দিতে পারেননি এ ডাচ ডিফেন্ডার। ভুলের ফল কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেন ফার্নান্দো লরেন্তে। ২-০ গোলের জয়ে উড়ন্ত শুরুই পেলো কার্লো আনচেলত্তির নাপোলি।

অগ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল
লিভারপুল-ম্যানইউর মহারণ আজ
ফের শীর্ষে আর্সেনাল
X
Fresh