• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্বর্ণজয়ী রোমানকে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০
স্বর্ণজয়ী রোমানকে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী
গণভবনে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর্চারিতে দেশের সবচেয়ে বড় সাফল্যের নাম রোমান সানা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট রিকার্ড পুরুষ (স্টেজ-৩) ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয় করলেও অন্যান্য ফুটবল-ক্রিকেটের মতো মাতামাতি হয়নি রোমান সানাকে নিয়ে।

এ নিয়ে রোমান সানার আক্ষেপ ছিল। কিন্তু আজ মঙ্গলবার সন্ধ্যায় সেই আক্ষেপ মিটিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় গণভবনে মিষ্টিমুখ করিয়ে রোমান সানাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতার আশ্বাস দেন আর্চারি ক্ষেত্রে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ যোগান, তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের আরও ভালো কিছু করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, আর্চারি ফেডারেশনের সভাপতি লে: জে: (অব:) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh