• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সৌম্য-মিরাজ শ্রীলঙ্কা যাচ্ছেন ‘এ’ দলের হয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৯
সৌম্য-মিরাজ শ্রীলঙ্কা যাচ্ছেন ‘এ’ দলের হয়ে
ছবি- সংগৃহীত

দু'জনই বাংলাদেশ দলের অটোমেটিক চয়েস ছিলেন। দু'জন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলেছেন। এরপর ত্রিদেশীয় সিরিজের দলে জায়গাই হয়নি অল-রাউন্ডার মিরাজের। সৌম্য সরকার জায়গা পেয়েছেন, খেলেছেন প্রথম দুই ম্যাচও। নিজেকে ঠিকঠাক মেলে ধরতে ব্যর্থ হওয়ায় বাদ দেয়া হয়েছে তাকে।

এর মানে তাদের যে সুযোগ শেষ তা কিন্তু না। ‘এ’ দলের হয়ে ফর্মে ফিরতেই পাঠানো হচ্ছে শ্রীলঙ্কা সফরে। মঙ্গলবার বিকেলে ঘোষণা হয় লঙ্কা সফরের জন্য ‘এ’ দল।

এই দলে শুধু মিরাজ-সৌম্যই নন, ডাক পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া এনামুল হক বিজয়, আবু জায়েদ, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুনদের মতো ক্রিকেটাররাও।

‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মুমিনুল হককে। জায়গা হয়েছে জাতীয় দলের পাইপ লাইনে থাকা মেহেদী হাসান রানা, রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিলের।

এই সফরে রয়েছে দুটি চারদিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচটি।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান, এনামুল হক, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

চারদিনের ম্যাচের সূচি:

তারিখ

দল

ভেন্যু

২৩-২৬ সেপ্টেম্বর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

কাটুনায়েকে

৩০ সেপ্টেম্বর-৩ অক্টোবর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

গল

একদিনের ম্যাচের সূচি:

তারিখ

দল

ভেন্যু

৭ অক্টোবর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

হাম্বানটোটা

৯ অক্টোবর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

হাম্বানটোটা

১২ অক্টোবর

বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’

কলম্বো

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh