• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাইফের নেতৃত্বে ভারত সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০১
Bangladesh U-23
ভারত সফরের আগে ফটো সেশনে অংশ নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল || ছবি: বিসিবি

ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলতে মঙ্গলবার দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তার আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফটো শেসনে অংশ নেয় সাইফ হাসান নেতৃত্বাধীন দলটি।

এর আগে সোমবার রাতে সফরটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সদ্য জাতীয় দলে ডাক পাওয়া মেহেদী হাসান রানাও রয়েছেন এই দলে। ব্যাটসম্যান আরিফুল হক ও ইয়াসির আলী চৌধুরী রাব্বিও ডাক পেয়েছেন। রয়েছেন মানিক খান, সুমন খান, রবিউল হকরাও।

আগামী ১৯, ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর ম্যাচগুলো আয়োজন করা হবে। লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আল-আমিন, জাকির হাসান, জাকের আলী, আরিফুল হক, তানভীর ইসলাম, মেহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক, সাব্বির হাসান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh