• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পদকটি দেশের মানুষকে উৎসর্গ করলাম: রোমান সানা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২০

ধারাবাহিক উন্নতি অব্যাহত রাখতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানালেন রোমান সানা। বাংলাদেশের এই আর্চার ফিলিপাইনে এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র‍্যাংকিং টুর্নামেন্টের এককে স্বর্ণপদক জিতে দেশে ফিরেছেন সোমবার দুপুরে। বিমান বন্দরে পৌঁছে পদকটি দেশের মানুষকে উৎসর্গ করেছেন তিনি।

দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের খবর নেই খুব একটা। ক্রীড়া প্রেমীদের আগ্রহের শীর্ষে থাকা ক্রিকেট-ফুটবলে আসছে একের পর এক হৃদয় ভাঙার খবর। ঠিক সেই মুহূর্তে ফিলিপাইন থেকে সুসংবাদ দিয়েছেন রোমান সানা। এশিয়া কাপ ওয়ার্ড র‌্যাংকিং আর্চারিতে মালয়েশিয়া, চীনের মতো শক্ত প্রতিপক্ষদের হারিয়ে সোনার পদক জিতে নিয়েছেন খুলনায় জন্ম নেয়া এই আর্চার।

দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন রোমান সানা। এসময় তিনি বলেন, ‘এখন দেশের এক নম্বর খেলা আর্চারি। খেলাটি যদি আরও বেশি প্রচার পায়, তাহলে আরও জনপ্রিয় হবে। অধিক মানুষ যদি এ খেলা নিয়ে আগ্রহ দেখায় এবং প্রতিযোগিতার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আগামীতে আরও ভালো ফল হবে। এশিয়া কাপে পাওয়া সোনার পদকটি আমি দেশের মানুষকে উৎসর্গ করলাম’।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ফিটনেস টেস্টে পাস, মাঠে নামছেন মেসি
---------------------------------------------------------------