• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অতিরিক্ত রানই পার্থক্য গড়ে দিয়েছে: সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০১
অতিরিক্ত রানই পার্থক্য গড়ে দিয়েছে: সাকিব
ছবি: সংগৃহীত

দিন শেষে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে অবশ্য একটা সহজ পার্থক্য দেখিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেটা র‍্যাঙ্কিং। ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে আর আফগানরা সাতে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দেখায় ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ রানে হেরেছে বাংলাদেশ।

সাকিবের যুক্তিটা সহজ। ২০ ওভারে বাংলাদেশের বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৮টি। এই কটা রান না দিতে পারলে ম্যাচের ফলাফলটা অন্যরকমও হতে পারত বলে মনে করেন সাকিব।

‘অর্ধেক ওভার শেষে ওরা যে অবস্থায় ছিল তাতে খুব ভাল ব্যাট করলেও ১৩০-৩৫ রান করার কথা। সেখানে ওদের খুব বেশি ব্যাটসম্যানও বাকি ছিল না। কিন্তু আমরা উইকেট নিয়ে পারিনি।’