• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পরাজয়ের মুখে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯
ছবি: সংগৃহীত

ইনিংসের প্রথম বলেই সাইফউদ্দিনের বলে রাহমানুল্লাহ গুরবাজের বোল্ড আউটে চমক দিয়ে শুরু। এরপর সাকিবের আঘাত, পরের ওভারে আবারও সাইফউদ্দিন নেন উইকেট। সব মিলে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত।

কিন্তু খানিক বাদেই আসগর আফগান আর মোহাম্মদ নবীর অসাধারণ জুটি বাংলাদেশকে হতাশায় ভাসায়। আসগরের ৪০ আর নবীর অপরাজিত ৮৪ রানে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৫ রানের।

ব্যাটিংয়ে নেমে বোলিংয়ের মতোই চমক দেখায় বাংলাদেশ, মুশফিকুর রহিমের ওপেনিংয়ে ব্যাট করতে নামিয়ে দিয়ে। আরেক ওপেনার লিটন দাস কিছু বুঝে উঠার আগেই মুজিব উর রহমানের বলে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে।

এরপর দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ফারিদ মালিকের করা বলে বোল্ড হয়েই সাজঘরের পথ ধরতে হলো মুশফিককেও। চমকের অবসান। মাত্র ৫ রানে মুশির বিদায়।

এরপর সাকিব ১৫, সৌম্য সরকার শূন্য রানে ফেরেন সাজঘরে। বাংলাদেশ যখন খাঁদের কিনারে তখন সাব্বিরকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা রিয়াদের।

তাতে খুব একটা সমর্থন দিতে পারলেন না সাব্বির। ২৪ রানে ক্যাচ দিয়ে ফেরেন মুজিবের বলে।

গত ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলা আফিফ হোসেন দ্রুবও রিয়াদের সঙ্গে রিয়াদের জুটিটা টিকল না বেশিক্ষণ। রিয়াদ ৪৪ রান করেই ক্যাচ দেন নাঈবের বলে।

এখন শুধু ক্ষণ গণনা পরাজয়ের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৯৭ রান, ১৫ ওভার শেষে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh