• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আসগর-নবীর ব্যাটে বড় সংগ্রহ পেল আফগানরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮
আসগর-নবীর ব্যাটে বড় সংগ্রহ আফগানদের
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুর বল থেকেই সাইফউদ্দিন বার্তা দিয়ে রেখেছিলেন রাহমানুল্লাহ গুরবাজকে বোল্ড করে। ইনিংসের প্রথম বলে তাকে ফেরান এই ডান হাতি পেসার। পরের ওভারে সাকিব ফেরান হজরতুল্লাহ জাযাইকে। তৃতীয় ওভারে আবারও সাইফউদ্দিনের আঘাত আফগান শিবিরে।

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচের শুরুটা এমন দুর্দান্ত বাংলাদেশের। মাত্র ১৯ রানেই আফগানরা হারিয়ে বসে তাদের টপ-অর্ডার।

সন্ধ্যায় টস জিতে আফগান অধিনায়ক রশিদ খান বোলিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দিক হারায় আফগান ব্যাটাররা। প্রথম তিন উইকেট নেই দলীয় ১৯ রানেই। ৪০ রানে নেই চার উইকেট। আফগান টপ-অর্ডারের দ্রুত ভেঙে পড়ার ধকলটা সামাল দেন আসগর আফগান আর মোহাম্মদ নবী মিলে। আসগর যদিও ৩৯ রানে থেমে যান সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে।

নবীর ব্যাট তো থামার নয়! টাইগার বোলারদের উপর যেন তরবারী চালালেন। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশত তুলে আরও বেশি চড়াও হতে থাকেন মুস্তাফিজ, তাইজুলদের উপর।

নবী শেষ পর্যন্ত অপরাজিত থেকে শুরুর হতাশা কাটিয়ে বড় সংগ্রহ এনে দেন দলকে। তার ব্যাটে আসে ৩ চার আর ৭ ছয়ে ৫৪ বলে ৮৫ রান। আফগানদের সংগ্রহ ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান।

সাইফউদ্দিন তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এই ম্যাচে। ৪ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। সাকিব পেয়েছেন ২ উইকেট। বাকি পাঁচ বোলারের নামের পাশে যোগ হয়নি কোনও উইকেট।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh