• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৯০ মিনিট দুয়োধ্বনি, শেষ মুহূর্তে অসাধারণ গোল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১
neymar
ছবি- সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে খেলতে চান না নেইমার। আর তাই পুরাতন দল বার্সেলোনায় ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ব্রাজিলের এই তারকা। যদিও দুই দল সমঝোতা না করতে পারায় বেশ কিছু দিন দুই নৌকায় পা দেয়া অবস্থায় ছিলেন তিনি। লিগ ওয়ানে প্যারিসের দলটি ৪ ম্যাচ খেলে ফেললেও শনিবার রাতে চলতি মৌসুমে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। ম্যাচজুড়ে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত দুর্দান্ত এক গোল উপহার দিয়ে জানিয়ে আবারও জাত চেনালেন সাম্বা ফরোয়ার্ড।

ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। নেইমার যখনই বলে পা লাগাচ্ছিলেন তখনই গ্যালারিতে থাকা দর্শকরা টিটকারি করছিলেন। তবে ম্যাচের শেষে এসে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের অসাধারণ বাই সাইকেল কিকের গোল দেখে অনেকেই তালি দিয়েছেন। অন্যদিকে গোল করার পরও অনেকেই দুয়ো দিয়েছেন নেইমারকে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ১০৭ রান তুললেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
---------------------------------------------------------------

অতিরিক্ত সময়ের (৯০+২) এই গোল হবার আগে কোনও পক্ষই গোল দিতে সক্ষম হয়নি। অর্থাৎ নেইমারের এই গোলেই ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেঞ্চ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

‘আমি আগেই জানতাম আমার জন্য এটা কঠিন হবে, তারা (দর্শক) যদি আমার জন্য চিৎকার করতে চায়, সেটা তাদের ইচ্ছা।’ ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলছিলেন নেইমার।

তিনি বলেন, ‘আমার মনে হয়ে আমার দিকে তাদের মনোযোগ দেয়া ঠিক হবে না। কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দল। এখন থেকে আমি ঘরের মাঠেও প্রতিপক্ষ হিসেবেই খেলব।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
X
Fresh