• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জাদরানের ব্যাটে পাহাড় সম সংগ্রহ আফগানদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬
AFG-T20,
৩০ বলে ৬৯ রান করেন নাজিবুল্লাহ জাদরান

জিম্বাবুয়েকে টানা আট ম্যাচে হারানোর সুযোগ আফগানিস্তানের সামনে। এর আগে সাতবারের দেখায় একবারও জয় পায়নি জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হার দিয়ে শুরু জিম্বাবুয়ের।

সিরিজে আফগানরা আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। শের ই বাংলা স্টেডিয়ামে টস হেরে সুযোগ পায় আগে ব্যাট করার। সুযোগটা ঠিকঠাক কাজেও লাগিয়েছে বলা যায়।

আফগান দুই ওপেনার শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে। মাত্র ৫ ওভার ৩ বলেই আসে ৫৭ রান। এই ওভারের চতুর্থ বলে হযরতুল্লাহ জাজাইকে ১৩ রানে ফেরান টেন্ডাই চাতারা। আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ২৪ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৪৩ রান তুলে বিদায় নেন দলীয় ৬০ রানের মাথায়।

এরপর নাজিব তারকাই ও আসগর আফগান সমান ১৪ রান করে ফেরেন সাজঘরে। ৯০ রানে যখন চার উইকেট নেই আফগানদের তখনই বড় জুটি গড়েন নাজিবুল্লাহ জাদরান আর মোহাম্মদ নবী। টেন্ডাই চাতারার করা ১৬তম ওভারে নবীর টানা চার ছয় আর মাদজিবার করা ১৭তম ওভারে যাদরানের টানা তিন ছয়ে বড় সংগ্রহ পেয়ে যায় আফগানরা।

জাদরান মাত্র ২৪ বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত যাদরান অপরাজিত থেকে যান ৩০ বলে ৬৯ রানে। তার ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি। শেষ বলে আউট হবার আগে নবীর ব্যাটে আসে ৩৮ রান। ২০ ওভারে ৫ উইকেটে আফগানদের সংগ্রহ ১৯৭ রান।

------------------------------------------------------------
আরো পড়ুন: দোষটা নিজের কাঁধে নিলেন সাকিব
------------------------------------------------------------

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন উইলিয়ামস ও চাতারা। ১টি উইকেট নেন এইনসলে এনড্লোভু।

জিম্বাবুয়ে

ব্রেন্ডন টেইলর (উইকেট-রক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, সান উইলিয়ামস, রেগিস চাকাভা, রায়ান বার্ল, টিনোটেন্ডা মুতম্বোডজি, নেভিল মাদজিভা, কাইল জারভিস, এইনসলে এনড্লোভু ও টেন্ডাই চাতারা।

আফগানিস্তান

হজরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাঈব, নাজিব তারাকাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, করিম জানাত ও ফরিদ মালিক।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh