• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিরোপাটা নিজেদের কাছেই রাখল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৪
শিরোপাটা নিজেদের কাছেই রাখল ভারত
ভারত অনূর্ধ্ব-১৯ দল

মাত্র ১০৭ রান তাড়া করতে নেমে আসা যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং লাইন আপ। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা অসাধারণ পারফরম্যান্সে যুব এশিয়া কাপের শিরোপাটা নিজেদের কাছেই রেখে দিলো।

শনিবার ফাইনালে বাংলাদেশের বোলাররা যেমন দাপট দেখিয়েছেন, তার সঠিক জবাবও দিয়েছেন ভারতীয়রা। জয়ের থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই আটকে যায় বাংলাদেশ। ৩৩ ওভারের শেষ বলে অল আউট হয়েছে ১০১ রানে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এর আগে সাতটি আসর বসেছিল। এর মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন ভারত। তৃতীয় আসরে ভার-পাকিস্তান দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। ষষ্ঠ আসরের শিরোপা তুলেছিল আফগানিস্তান। প্রথমবারের মতো এশিয়ান যুবাদের এই ক্রিকেট আসরের ফাইনালে উঠে বাজিমাতের অপেক্ষায় ছিল বাংলাদেশ। অষ্টম আসরে আবারও শিরোপা তুলল দলটি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জয়ের জন্য যুবা টাইগারদের থেকে প্রয়োজন মাত্র ৩০ রান। হাতে রয়েছে আরও ৩০.২ ওভার। ১৯.৪ ওভারে ৬ উইকেটে মোট সংগ্রহ ৭৭ রান। অন্যদিকে মাত্র চারটি উইকেট তুলে নিলেই শিরোপা নিজেদের কাছেই রাখতে সক্ষম হয় ভারতীয়রা।