• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

১০৭ রান তুললেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬
bangladesh-under-19
ছবি- সংগৃহীত

মাত্র ৮ রানেই ভারতের টপ অর্ডারকে গুড়িয়ে দিয়ে শুরুতেই বাংলাদেশের বোলাররা জানান দেন ইনিংসজুড়েই দাপট দেখাতে চলেছেন তারা। নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম হয় যুবা টাইগাররা। শেষ পর্যন্ত ৩২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে পেরেছে ভারতীয়রা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিজেদের করে নিতে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ১০৭ রান।

শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অধিনায়ক ধ্রুব জুরেল ৩৩, শাসওয়াত রাওয়াত ১৯ ও শেষ দিকে কারান লাল করেন ৩৭ রান।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর এই মাঠে চার জন রানের খাতাই খুলতে পারেননি। বাকিরা সবাই দুই অঙ্কে পৌঁছতে ব্যর্থ হন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী তিনটি উইকেট তুলে নিয়েছেন। একটি করে উইকেট তুলেছেন তানজিম হাসান সাকিব ও শাহিন আলম।