• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

আফিফ সম্পর্কে পাপনকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭
আফিফ সম্পর্কে পাপনকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী
আফিফ সম্পর্কে পাপনকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ।। ছবি: সংগৃহীত

শুক্রবার রাতে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ের পর আফিফ ও সাকিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ খেলা শেষে এ তথ্য জানিয়েছেন।

গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধানমন্ত্রীর ফোনের কথা সাংবাদিকদের জানিয়ে পাপন বলেন, সাকিব ও মুশফিক অল্প সময় ও সংগ্রহে আউট হওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়ে বললেন, ‘এসব কী হচ্ছে? তারপর আফিফের সাহসী, স্বাচ্ছন্দ ও সাবলীল ব্যাটিং দেখে বলেন, আফিফকে কেন এতো দেরিতে এবং নিচে নামানো হলো? আমি বললাম- আপা ও একদম নতুন। মাত্র ১৯ বছর বয়স।’

পাপন আরও বলেন, খেলা শেষ হওয়ার আগেও প্রধানমন্ত্রী ফোন করে বলেছেন, ‘আমার তো দোয়া করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে।’ উনি (প্রধানমন্ত্রী) প্রতিটা বলই দেখেছেন। ও (ধ্রুব) আউট হওয়ার আগে যে চার মারল, এটা দেখে বলেছেন- এই শটটা দারুণ খেলেছে। তাই খেলা শেষ হওয়ার পর পর ভাবলাম আমি একটু কথা বলিয়ে দিই। এতো আফিফের কথা বলছেন যখন, যেহেতু অধিনায়ক সাকিবও আছে- ওদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাদের সঙ্গে কী কথা বলেছেন, আমি আসলে জানি না।

এসএস/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
টিভিতে আজকের খেলা
X
Fresh