• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আফিফের ব্যাটে জয়ে ফিরল টাইগাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৫
ছবি: সংগৃহীত

দশম ওভারের তৃতীয় বলে ছয়টি উইকেটের পতন। মোট সংগ্রহ ৬০ রান। জয়ের জন্য দরকার আরও ৮৫ রান। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে সাহস দিলেন তরুণ আফিফ হোসেন। সঙ্গে ছিলেন মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত ৮২ রানে এই জুটি থামলেও বিদায়ের আগে জয়ের ভীত গড়ে দেন আফিফ। ৫২ রানের ঝকঝকে এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। এই ম্যাচ দিয়ে ছয় ম্যাচ পর জয়ে ফিরল বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার জিম্বাবুয়েকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল। এর পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে ধবল ধোলাই। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও লজ্জার হার। এই ছোট ফরম্যাটে এই জয় নিশ্চই স্বস্তি দেবে টাইগারদের।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।