• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের এক ওভারেই ঘুরল ম্যাচের মোড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বৃষ্টি বাধায় ম্যাচ শুরু হয় দেড় ঘণ্টা। তারপরও তো শুরু হয় খেলা। টস জিতে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়েকে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট দিতে থাকে জিম্বাবুয়ে।
শুরুটা চমকে শুরু বাংলাদেশের। তাইজুলের অভিষেক টি-টোয়েন্টি ক্রিকেটে, অভিষেক ওভার করতে এসে অভিষেক বলেই নেন উইকেট। জিম্বাবুয়ের ওপেনার ব্রেন্ডন টেইলরকে ফেরান ৬ রানে।
প্রথম উইকেট ৭ রানে গেলেও জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেট যায় দলীয় ৫১ রানের মাথায়। ব্যক্তিগত ১১ রানে ক্রেইগ অরভিনকে ফেরান মুস্তাফিজুর রহমান।
টেইলরের বিদায়ের পর জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা সামলান প্রাথমিক ধাক্কাটা তবে তাকেও ৩৪ রানে ফেরান সাইফউদ্দিন।
এরপর সেন উইলিয়ামস ২ আর মারুমা যখন ১ রান করে সাজঘরে ফেরেন তার খানিক বাদেই শের ই বাংলায় চার-শয়ের ঝড় তোলেন রায়ান বার্ল।
ইনিংসের ১৬তম ওভারের সময় সাকিব তার শেষ ওভার বোলিং করতে এলে তার এক ওভারেই তিন ছয়, তিন চারে ৩০ রান তুলেন বার্ল।
দলীয় ৯৫ রান থেকে ১২৫ রানে চলে আসে জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ। বার্লও তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি অর্ধশতক।


মাঝে বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ থাকে প্রায় আট মিনিট। এরপর খেলা শুরু হলে নির্দিষ্ট ১৮ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান তুলে জিম্বাবুয়ে।
৪ ওভারে ৪৪ রান দিলেও কোনও উইকেট পাননি সাকিব। তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজ ও মোসাদ্দেক নেন ১টি করে উইকেট।
এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh