• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৪
Bangladesh Under-19
ছবি- এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে যুবা টাইগারদের প্রতিপক্ষ ভারত।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মরতুয়ার টাইরন্নে ফার্নান্দো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবার কথা ছিল। দিনভর বৃষ্টির কারণে টসও হয়নি। ফলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকার কারণে শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর এই ঘোষণাটি আসে এদিন বিকেলে।

এর আগে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছায় আকবর আলীর দল। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪২ রানে হারায় বাংলাদেশ। নেপাল ও আরব আমিরাত দুই দলের সঙ্গেই ছয় উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজরা।

অন্যদিকে ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতকে হারিয়ে সেমি নিশ্চিত করেছিল ভারতীয়রা।

এদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আরেক সেমি ফাইনালেও ভারতের প্রতিপক্ষ ছিল। বৃষ্টির কারণে ওই ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা হয়। এতে বাংলাদেশের মতো পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকার কারণে ফাইনালে পৌঁছায় টিম ইন্ডিয়া।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’
---------------------------------------------------------------------

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh