• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জিম্বাবুয়ের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৯
Zimbabwe
ছবি-বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য পদ স্থগিত হবার পর প্রথমবারের মতো খেলতে নামছে জিম্বাবুয়ে। আগামী ১৩ সেপ্টম্বর থেকে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে দলটি। টি-টোয়েন্টি এই সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

মূলপর্ব শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল হ্যামিল্টন মাসাকাদজার দল। জিম্বাবুয়ে ম্যাচটি জিতে নিয়েছে ৭ উইকেটে।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান তোলে বিসিবি।

কোনও ব্যাটসম্যান তেমন ভালো করতে পারেননি। সাব্বির রহমান ৩১ বলে করেন সর্বোচ্চ ৩০ রান। এছাড়া মুশফিকুর রহিম ২৬, মোহাম্মদ নাঈম শেখ ২৩, সাইফ হাসান ২১ ও আফিফ হোসের করেন ১০ রান।
জিম্বাবুয়ের হয়ে শেন উইলিয়ামস ৩টি উইকেট তুলে নেন। নেভিল মাদজিভা দুটি উইকেট শিকার করেন। কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা নেন একটি করে উইকেট।